প্রেস বিজ্ঞপ্তি : সাম্প্রতিকালে হেফাজতের নারকীয় কর্মকান্ড নিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শেরপুর জেলার সাধারণ সম্পাদক কমরেড রাজিয়া সুলতানা সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সাম্প্রতিককালে হেফাজত ইসলাম সারাদেশে যে নারকীয় কর্মকান্ড চালিয়েছে তা বাংলাদেশের সংবিধানের চেতনা পরিপন্থী।
অতি সম্প্রতিকালে হেফাজত ইসলাম নামে ধর্মীয় মৌলবাদী সংগঠনটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে দেশব্যাপী যে সস্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করেছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। হেফাজতের এই তান্ডব নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরুপ, নরেন্দ্র মোদী উসিলা মাত্র। তা না হলে বাহ্ম্রণবাড়িয়ায় যে ঘটনা ঘটেছে তার সাথে নরেন্দ্র মোদীর সফরের কোন যোগসূত্র নেই। ১৯৭১ সালে পারিস্তানের সেনাবাহিনী যে কাজ করতে সাহস পায়নি হেফাজতের জঙ্গীরা সেই কাজ করেছে। তাদের কর্মকান্ডে প্রমানিত হয়েছে তারা রাজাকার-আলবদর-আলশামসের চেয়ে ভয়াবহ। এ ব্যাপারে সরকারকে এখনি যাথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। তা না হলে বাংলাদেশের জনগণের জান মালের নিরাপত্তা বিঘিœত হবে। বাংলাদেশের সংবিধান কোন মৌলবাদী রাজনীতির সমর্থন করে না। সংবিধান ও আইনের শাসন কায়েম করার লক্ষ্যে সরকারকে এখনি এই বিষ বৃক্ষকে উপড়ে ফেলতে হবে। তা না হলে ভবিষ্যতে এই জঙ্গীরা আরো ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করতে পারে। সরকারকে জঙ্গীদের অর্থের উৎস খুজে রেব করে আইনী ব্যবস্থা নিতে হবে। অতি সম্প্রতি হেফাজত নেতা মামুনের নারী ঘটিত লাম্পট্যের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দিয়ে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শস্তি দিতে হবে।