নালিতাবাড়ী (শেরপুর) : অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু ব্যবসায়ীদের খনন কাজে ব্যবহৃত ফেলে যাওয়া ড্রেজারের ১৫টি শ্যালু ২ লাখ ১২ হাজার টাকায় নিলামে দিয়েছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত প্রকাশ্যে নিলামে অংশ নিয়ে এসব ক্রয় করেন নালিতাবাড়ী মধ্য বাজারের ব্যবসায়ী হুমায়ন আহমেদ।
সূত্র জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে ভোগাই নদীর মন্ডলিয়াপাড়াস্থ ভজপাড়া এলাকায় নদী তীরবর্তী বাঁধ ও সমতল জমিতে গভীর গর্ত খুঁড়ে ভূ-গর্ভস্থ বালু উত্তোলন করছিল কতিপয় বালু ব্যবসায়ী। মঙ্গলবার বেলা এগারোটার দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকা নদী তীরবর্তী বাসিন্দা ও গ্রাম পুলিশ সঙ্গে নিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত ওইসব মেশিন জব্দ করতে গেলে বালু ব্যবসায়ীরা বাঁধা প্রদান করে ও হুমকী দেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভিন এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় বালু উত্তোলনে জড়িতরা সটকে পড়ায় তাদের ফেলে যাওয়া ১৫টি মেশিন স্থানীয়দের সহায়তায় জব্দ করা হয়। পরে বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রকাশ্যে নিলাম ডাকে বিক্রি করা হয়। নিলাম ডাকে মোট ৬জন অংশগ্রহণকারীর মধ্যে সর্বোচ্চ দরদাতা হিসেবে হুমায়ন আহমেদকে ২ লাখ ১২ হাজার টাকায় মেশিনগুলো দেওয়া হয়।