এন এ জাকির, বান্দরবান : বান্দরবানে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস কারাতে প্রতিযোগিতা শুরু হয়েছে। মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চত্বরে নবনির্মিত অডিটোরিয়ামে এই গেমসের শুভ উদ্ধোধন করেন।
এসময় অন্যান্যের মধ্যে সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হক, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যশৈহ্লা, জেলা প্রশাসক ইয়াসমীন পারভীন তিবরিজী, পুলিশ সুপার জেরিন আখতারসহ কারাতে ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যবিধি মেনে তিনদিন ব্যাপী বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের কারাতে প্রতিযোগিতায় কাতা ও কুমিতে মোট ১৯টি ইভেন্টে দেশের বিভিন্ন জেলা থেকে ১৫০ জন নারী-পুরুষ এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন। ৬ এপ্রিল সকালে অনুষ্ঠিত একক কাতায় রেডবেল্টে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার প্রতিযোগী নুমে মারমা গোল্ড মেডেল লাভ করেন। পরে প্রধান অতিথি পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এমপি বিজয়ীদের মাঝে মেডেল তুলেন দেন। বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের কারাতে প্রতিযোগিতা আগামী কাল ৭ এপ্রিল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহসান রাসেল এবং ৮ এপ্রিল ফাইনাল খেলায় প্রধান অতিথি থাকবেন চট্রগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্থান থেকে ৩৯টি টিম অংশগ্রহণ করেন।