রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় সকল ধরণের স্বাস্থ্যবিধি মেনে দোকান-পাট খুলে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার দাবীতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা।
মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরের পর কলাপাড়া প্রেসক্লাবের সামনে তারা ঘন্টাব্যাপী কাপনের কাপড় পড়ে এ কর্মসূচি পালন করে। এসময় বক্তব্য রাখেন কলাপাড়া বন্দর ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক মো: ফিরোজ শিকদার।
মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি আরো বলেন, ২০২০ সালের করোনা ভাইরাসের ক্ষতি এখনো পুষিয়ে উঠতে পারেনি। সেসময় ব্যবসায়িরা অনেক দেনা হয়ে পড়েছে। সেই রেশ না কাটতেই করোনার দি¦তীয় ধাপ মোকাবেলায় ফের “লকডাউন” দিয়ে দোকান-পাট বন্ধ করে দেয়ায় ব্যাপক ক্ষতির সন্মূখীন হবেন ব্যবসায়ীরা। সরকারের নিকট সকল স্বাস্থ্যবিধি মেনে দোকান-পাট খুলে ব্যবসা পরিচালনা করার অনুরোধ জানান তারা। পরে ব্যবসায়ীরা প্রধানমন্ত্রী বরাবর ইউএনও’র কাছে স্বারকলিপি প্রদান করেন।