মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর): শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার সচেতন নাগরিক পরিষদের উদ্দ্যোগে কোভিড-১৯ (করোনা ভাইরাস) মোকাবিলায় মাস্ক বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ঝিনাইগাতী সচেতন নাগরিক পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবিএম সিদ্দিক, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুজ্জামান লেবু, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আব্দুল জুব্বার মাস্টার, সাংবাদিক মোহাম্মদ দুদু মল্লিক প্রমূখ।
মাস্ক বিতরণ কর্মসূচি উপজেলা সদরের ধানহাটি মোড় থেকে শুরু করে মেইন রোড, মাছহাটি, কাঁচা বাজার হয়ে পাঁচ রাস্তার মোড়ে এসে শেষ হয়।