শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। সোমবার (৫ এপ্রিল) চলমান লকডাউনের বিধি নিষেধ ও স্বাস্থ্যবিধি না মানায় দোকানিসহ কয়েকজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৫ এপ্রিল) দুপুর থেকে রাত পর্যন্ত শ্রীবরদী পৌর শহর, ভেলুয়া ইউনিয়নের ঝগড়ার বাজার, ভেলুয়া বাজারসহ উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আহসান।
এ সময় জরিমানার পাশাপাশি সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহব্বান করেন। ভ্রাম্যমান আদালতে স্বাস্থ্যবিধি না মানায় দন্ডবিধি আইনে দোকানিসহ ১১ জনকে ১৯ হাজার ৬শ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার।