রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় ২৪ ঘন্টায় দুই নারীসহ মোট ৬ জন করোনা আক্রান্ত সনাক্ত হয়েছে। এদের মধ্যে কলাপাড়া হাসপাতালের দুই স্বাস্থ্যকর্মী, থানা পুলিশের দুই সদস্য, এক আনসার সদস্যসহ এক গৃহবধু আক্রান্ত হয়েছেন। এদের সবাইকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। গত ১৩ দিনে ২৭ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। এদের মধ্যে দুই জন মৃত্যুবরণ করেছেন।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিনময় হালদার জানান, গতকাল বিকাল থেকে আজ বিকাল তিনটা পর্যন্ত ৬ জনার শরীরে করোনা সনাক্ত হয়েছে। এদের সবাইকে হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।