1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৭ পূর্বাহ্ন

করোনা ভাইরাস : মৃত বেড়ে ৮০

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ জনে।

শুধু হুবেই প্রদেশে এ ভাইরাসে মোট ৭৬ জনের মৃত্যু হয়েছে। বাকী চার জন অন্য প্রদেশের। এছাড়া আক্রান্তের সংখ্যা দুই হাজার সাতশ ৪৪ জন। এর মধ্যে তিনশ জন মারাত্মকভাবে অসুস্থ।

সোমবার ওই দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। এর আগে রোববার এই ভাইরাসে মৃতের সংখ্যা ৫৬ জন জানানো হয়েছিল।

সারা দেশজুড়ে নতুন করে ৭৬৯ জন আক্রান্ত হয়েছে। তবে এদের মধ্যে অর্ধেকই হুবেই প্রদেশের। এ রোগের প্রাদুর্ভাব কমাতে দেশটির জাতীয় ছুটি তিন দিন বাড়ানো হয়েছে।

এ ভাইরাস ইতোমধ্যে রাজধানী বেইজিংসহ ২৯টি প্রদেশে ছড়িয়ে পড়েছে। এছাড়া জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ভিয়েতনাম, তাইওয়ান, নেপাল, ফ্রান্স, সৌদি আরব, কানাডাসহ অন্তত ১২টি দেশে এ ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। তবে চীনের বাইরে অন্য কোথাও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়। এর কোনো ভ্যাকসিন এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com