বাংলার কাগজ ডেস্ক : রবিবার (৯ মে) সকালে সোনার বাংলা পার্টির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘স্বাস্থ্যবিধি মেনে দেশব্যাপী রাতে গণপরিবহন চালুর দাবিতে মানববন্ধন’ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতির বক্তব্যে সোনার বাংলা পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ হারুন-অর-রশীদ বলেন, “সরকার করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় সারাদেশে লকডাউন ঘোষণা করেছে। লকডাউনের কারণে ঈদেও বাস, ট্রেন, লঞ্চসহ সব ধরণের গণপরিবহন বন্ধ রাখা হয়েছে। কিন্তু নাড়ীর টানে গ্রামে ফেরা মানুষের যাত্রা থেমে নেই। পণ্যবাহী ট্রাক, পিক-আপ, মাইক্রোবাস, সিএনজি সহ বিভিন্ন পরিবহনে গাদাগাদি করে মাত্রাতিরিক্ত ভাড়ায় জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষ গ্রামে ফিরছেন। এতে করোনা ভাইরাস মোকাবেলা তো হচ্ছেই না উল্টো তা ছড়িয়ে পড়ার প্রবল আশঙ্কা সৃষ্টি হয়েছে।”
তিনি বলেন, “অন্যদিকে গণপরিবহন বন্ধ থাকায় চালক-হেলপার সহ এ খাতের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পর্যাপ্ত যানবাহন না থাকায় ফেরিঘাট, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন জায়গায় অসংখ্য মানুষ জড় হচ্ছে। ফলে ঝুঁকি আরো বাড়ছে। তাই কঠোর ভাবে স্বাস্থ্যবিধি মানার শর্তে অবিলম্বে গণপরিবহন খুলে দেওয়ার জোর দাবি জানাচ্ছি।”
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মোনেম, গণতান্ত্রিক ঐক্যের আহবায়ক প্রবীণ রাজনীতিবিদ রফিকুল ইসলাম আসাদ, সোনার বাংলা পার্টির সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ খোকন মিয়া, সোনার বাংলা পরিবহন শ্রমিক কেন্দ্রের আহ্বায়ক মোঃ ফকরুল আলম জুয়েল, কেন্দ্রীয় সদস্য মুরাদ হোসেন, বাংলাদেশ মানব উন্নয়ন পার্টির চেয়ারম্যান প্রিন্সিপাল আশরাফুল ইসলাম, সাংবাদিক অলক চৌধুরী, সুশীল সমাজ, জাতীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি