1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ১০:১৪ অপরাহ্ন

তুরস্ক চুপ করে থাকবে না : এরদোয়ান

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৪ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় তিনি ‘ক্ষুব্ধ’। জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে তিনি এ ঘটনার শান্তিপূর্ণ সমাধানে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন। খবর : আল জাজিরা।

একটি অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, ‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের আচরণে আমরা শোকাহত এবং ক্ষুব্ধ। ফিলিস্তিনের শহরগুলোতে ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে, তার বিরুদ্ধে দাঁড়ানো বিশ্ব মানবতার দায়িত্ব।’

তিনি আরও বলেন, ‘যারা ইসরায়েলের রক্তপাতের পরও নীরব থাকছে বা প্রকাশ্য সমর্থন দিচ্ছে, তাদের জেনে রাখা উচিত যে, একদিন তাদেরও পালা আসবে। নিরাপত্তা পরিষদের অবশ্যই জেরুজালেমে শান্তি বজায় রাখার জন্য পদক্ষেপ নেয়া উচিত।’

এরদোয়ান বলেন, ‘যদি গোটা পৃথিবীও ফিলিস্তিনে ইসরায়েলের নিপীড়নকে এড়িয়ে যায়, তবুও তুরস্ক চুপ করে থাকবে না।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!