আন্তর্জাতিক ডেস্ক : দেশে করোনা আক্রান্তের সঠিক সংখ্যা না লুকানোর নির্দেশ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে করোনাভাইরাস সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে তিনি এ নির্দেশ দিয়েছেন।
ভারতে করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সম্প্রতি বেশ কয়েকটি আন্তর্জাতিক ও স্থানীয় সংবাদমাধ্যমে অভিযোগ করা হয়, কয়েকটি রাজ্যে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা অনেক কমিয়ে প্রকাশ করা হচ্ছে।
শনিবার মোদি বলেছেন, প্রচেষ্টার বিপরীতে আক্রান্তের সংখ্যা বেড়ে গেলে কোনো ধরনের চাপ ছাড়াই রাজ্যগুলোর উচিত স্বচ্ছভাবে সেই সংখ্যা প্রকাশ করা।
গ্রামীণ এলাকায় করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় মোদি গ্রামে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী। একইসঙ্গে স্বাস্থ্যকর্মীদের পর্যাপ্ত প্রশিক্ষণ এবং মেডিকেল যন্ত্রপাতিগুলি যেন ঠিকভাবে কাজ করতে পারে সেজন্য বিদ্যুৎ সংযোগ নিরবিচ্ছিন্ন রাখার বিষয়টি নিশ্চিত করতে বলেছেন তিনি।