1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৫৮ পূর্বাহ্ন

আফগানিস্তানে তালেবান হামলায় ২৯ নিরাপত্তা কর্মী নিহত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের একটি সিকিউরিটি চেকপয়েন্টে তালেবানদের হামলায় নিরাপত্তা বাহিনীর ২৯ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে দেশটির উত্তরের কুন্দুজ প্রদেশে দাশত-ই-আরচি জেলায় এ ঘটনা ঘটে।

দেশটির সরকারি কর্তৃপক্ষের বরাতে এ খবর নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা।

সরকারি সূত্র জানিয়েছে, মঙ্গলবার রাতে উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের একটি সিকিউরিটি চেকপয়েন্টে হামলা চালিয়ে সেনাবাহিনীর ১৫ সদস্যকে হত্যা করে তালেবান। এর একদিন আগে বাঘলান প্রদেশের রাজধানী পুল-ই-কর্মির একটি পুলিশ স্টেশনেও হামলায় চালায় তারা। এতে অন্তত ১৪ পুলিশ সদস্য নিহত হয়।

ওই দুই হামলার দায় স্বীকার করেছে তালেবানের মুখপাত্র জবিহউল্লাহ মুজাহিদ।

তিনি বলেন, কুন্দুজে হামলায় আফগান বাহিনীর ১৫ সদস্য এবং বাঘলানে ১৪ জন নিহত হয়েছে।

এসব হামলা-পাল্টা হামলায় কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও তালেবান মধ্যস্থতাকারীদের শান্তি আলোচনায় অচলাবস্থার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে রয়টার্স।

২০০১ সালের সেপ্টেম্বরের যুক্তরাষ্ট্রে হামলা করার পর থেকে তালেবানদের সঙ্গে যুদ্ধে লিপ্ত রয়েছে মার্কিনীরা। তবে দুই বছর আগে যুদ্ধ বিরতির জন্য আলোচনায় বসেন তারা। তবে আলোচনার মধ্যে সহিংসতা ও বেসামরিক নাগরিকদের মৃত্যুর হার বেড়েছে। আর গত বছর মার্কিন বাহিনী আফগানিস্তানে রেকর্ড সংখ্যক বোমা ফেলেছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com