ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরে ঝিনাইগাতিতে নিখোঁজের দুইদিন পর শিশু আলী হোসেনের লাশ উদ্ধারের ঘটনায় হত্যার অভিযোগে শিশুটির ফুফাতো চাচা ফারুককে (৩০) গ্রেফতার করেছে থানা পুলিশ। সন্দেহজনকভাবে আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে সোমবার (১৭ মে) গ্রেফতারকৃত ফারুককে আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, ঈদের আগের দিন গত ১৩ মে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়ির সামনের উঠান থেকে নিখোঁজ হয় শিশু আলী হোসেন। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে ১৪ মে শুক্রবার ঝিনাইগাতী থানায় সাধারণ ডায়েরী করে। ডায়েরীর সূত্র ধরে সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন এর নেতৃত্বে এক অভিযান পরিচালিত হয়। অভিযানের প্রেক্ষিতে ১৫ মে শনিবার বিকেলে বানিয়াপাড়া গ্রামের চাঁন মিয়ার পুকুরের পাশের একটি ডোবার পানিতে কচুরিপানার নিচ থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।
এদিকে লাশ উদ্ধারের পর থেকে পুলিশ অপরাধী সনাক্তে জাল ফেলে। একপর্যায়ে আলীর হোসেনের বাবার ফুফাতো ভাই ফারুককে সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। একপর্যয়ে ফারুক আলী হোসেনকে হত্যার ও গুমের কথা স্বীকার করে।
ঘটনা সূত্রে জানা গেছে, ৯ মে বৃহস্পতিবার সকালে ফারুক নিজ বাড়িতে বৃক্ষ রোপনের জন্য কোদাল দিয়ে মাটি কোপাচ্ছিল। একপর্যায়ে শিশু আলী হোসেন ওই স্থানে গেলে অসাবধানতাবশত কোদালের আঘাত লেগে ঘটনাস্থলেই মারা যায় আলী হোসেন। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল হয়ে ফারুক প্রথমে ভাতিজা আলী হোসেনকে বাঁশের ঝাড় ও পরে রান্না ঘরে লুকিয়ে রাখে। পরে রাতে সুযোগ বুঝে চাঁন মিয়ার পুকুরে কচুরিপানার নিচে লুকিয়ে ফেলে।
ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফায়েজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় কৌশল প্রয়োগ করে তদন্তপূর্বক দ্রুত প্রকৃত ঘটনা উদঘাটন করা সম্ভব হয়েছে।