শেরপুর : শেরপুরে বিষপানে আত্মহত্যা করেছে সবুজা বেগম নামে উনষাট বছর বয়সী এক গৃহবধূ। সোমবার (১৭ মে) বিকেলে সদর উপজেলার কামারেরচর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওই গ্রামের চাঁন মিয়ার স্ত্রী সবুজা বেগম বেশ কিছুদিন যাবত মানসিক সমস্যায় ভোগছিলেন। সোমবার বিকেল পাঁচটার দিকে সে বিষপন করে। এসময় বিষয়টি টের পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।