যশোর : যশোরের শার্শায় ভাতিজার বল্লমের আঘাতে আব্দুল মজিদ (৫০) চাচা নিহত হয়েছে। নিহত আব্দুল মজিদ উপজেলার অগ্রভুলোট গ্রামের গফুর সর্দারের ছেলে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে অগ্রভুলোট গ্রামে ভাতিজা দেলোয়ার হোসেনের ছুড়ে মারা বল্লমের আঘাতে তিনি ঘটনাস্থলেই নিহত হন বলে প্রতিবেশীরা জানান।
স্থানীয় ইউপি সদস্য তবিবুর রহমান জানান, নিজেদের ভিটেবাড়ীর সীমানা নির্ধারন নিয়ে রাত ১১টার দিকে আব্দুল মজিদের সাথে ভাতিজা দেলোয়ার হোসেন এর কথা কাটাকটি হয়। এক পর্যায়ে দেলোয়ার তার হাতে থাকা বল্লম ছুড়ে মারে আব্দুল মজিদের পেটে। এতে ঘটনাস্থলেই মজিদ মারা যায়। ঘটনার পর থেকে দেলোয়ার পলাতক রয়েছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, অগ্রভুলোট গ্রামে জমাজমি সংক্রান্ত বিষয়ে চাচা ভাতিজার মাঝে কথা কাটাকাটীর একপর্যায়ে ভাতিজার হাতে থাকা বল্লম ছুড়ে মারলে চাচা ঘটনাস্থলে নিহত হন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।