আমিরুল ইসলাম : শেরপুরের নালিতাবাড়ীতে এক লিটন (৩৫) নামে এক মাদকাসক্তকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গতকাল বুধবার (২৬ মে) দিবাগত রাতে উপজেলার নন্নী উত্তর বাজার থেকে তাকে আটক করে পুলিশে দেওয়া হয়।
এলাকাবাসী জানায়, নন্নী উত্তরবন্ধ গ্রামের তাজেল মিয়ার কন্যা জেসমিনের (২৫) সাথে টাঙ্গাইলের মধুপুর উপজেলার দরিহাসি মির্জাবাড়ী রফিজদ্দীন নুনুর ছেলে ৩ সন্তানের জনক লিটন (৩৫) এর ২০১৪ সালে ঢাকায় গার্মেন্টসে চাকরিকালে প্রেম করে বিয়ে হয়। এর আগে লিটন আরও ২টি বিয়ে করে বলে জানা গেছে। ঢাকায় থাকাবস্থায়ই মাদকাসক্ত হয়ে পরে লিটন। ফলে জেসমিন স্বামীকে শোধরাতে বাবার বাড়ি নন্নী উত্তরবন্ধ গ্রামে নিয়ে আসে। এখানে আসার পর জেসমিনের অভিভাবকের সহায়তায় নন্নী ব্র্যাক অফিসের পাশে সেলুনের ব্যবসা শুরু করে লিটন। কিন্তু মাদকের নেশা ছাড়তে পারে নি সে। বুধবার রাতে মাদক সেবনের পর লিটন স্ত্রী জেসমিনকে গালাগালি ও মাতলামি করে। একপর্যায়ে নিজের মাথায় নিজেই আঘাত করে রাস্তায় পড়ে থাকে। এমতাবস্থায় অতীষ্ঠ পরিবারটির সহযোগিতায় এলাকাবাসী লিটনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
লিটনের স্ত্রী জেসমিন জানান, তার স্বামী মাদকাসক্ত ও নির্যাতনকারী। তাই এলাকাবাসী তাকে পুলিশে সোপর্দ করেছে। জীবনের ঝুঁকি নিয়ে লিটনের সংসার করার তার কোন ইচ্ছা নেই।