নালিতাবাড়ী (শেরপুর) : নিজ এলাকার নিম্ন আয়ের মানুষের মাঝে বাড়ি বাড়ি ঘুরে নিজের সম্মানীভাতা বিতরণ করেছেন আজাদ মিয়া নামে এক ইউপি চেয়ারম্যান। তিনি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়নের টানা দুইবারের চেয়ারম্যান।
জানা গেছে, পোড়াগাঁও ইউনিয়নে টানা দুইবারের মতো স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী চেয়ারম্যান ও বর্তমান উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহবায়ক আলহাজ্ব আজাদ মিয়া দীর্ঘদিন যাবত তার সম্মানিভাতা এলাকার নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরণ করে থাকেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতি ও শুক্রবার তিনি নিজ এলাকার বিভিন্ন গ্রাম ঘুরে বাড়ি বাড়ি গিয়ে নিম্ন আয়ের মানুষের খোঁজ-খবর নেন এবং ২-৩শ করে টাকা প্রতিটি পরিবারে বিতরণ করেন। সরকারীভাবে প্রাপ্ত গত ৬ মাসের ব্যক্তিগত সম্মানিভাতা প্রদান করেন তিনি। এর ফলে দীর্ঘ সময় ধরে চলে আসা করোনার প্রভাবে প্রভাবিত নিম্ন আয়ের মানুষের মুখে হাসি ফুটে উঠে।
এ বিষয়ে চেয়ারম্যান আজাদ মিয়া জানান, আমার সময়কালে বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধি ভাতাসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচীর কোন ভাতা প্রদানে কাউকে হয়রানী করা হয়নি। যদি কারও বিষয়ে অজান্তে এমন কোন ঘটনার খবর পেয়েছি, আমি ব্যবস্থা নিয়েছি। এখনও যারা এসব ভাতা পাননি, খুব শীঘ্রই বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে উপকারভোগী শতভাগ সম্পন্ন করা হবে।
তিনি আরও বলেন, আমি গরীবের হক মেরে খেতে চাই না বরং আমার প্রাপ্ত সম্মানীর অর্থও তাদের মাঝে দান করে থাকি।