মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছ।
শুক্রবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ এসএম আব্দুলাাহেল ওয়ারেজ নাইম।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) জয়নাল আবেদিন, উপজেলা প্রকৌশলী মোজাম্মল হক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী আবু তাহের, জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক মুশফিক নাইম আকিফ, সদর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, হাতীবান্দা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলী আকবর, মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম তোতা, ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম প্রমুখ।
ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা উপজেলা চেয়ারম্যান আলহাজ এসএম আব্দুলাাহেল ওয়ারেজ নাইম। এ সময় বিভিন্ন ইউনিয়নের চেয়াম্যানবৃন্দ, সাংবাদিক ও ফুটবল টুর্নামেন্টের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন, হাতীবান্দা একাদশ বনাম ঝিনাইগাতী একাদশ এবং ধানশাইল একাদশ বনাম মালিঝিকান্দা একাদশ। আগামী ৩১মে ঝিনাইগাতী শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।