মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : আর্থিক অনিয়মের অভিযোগে শেরপুরের ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত মঙ্গলবার (১ জুন) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ আসে।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোঃ আবু জাফর রিপন স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, ৫নং ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চান ইউনিয়ন পরিষদ মাঠে বালু ভরাট প্রকল্পের ৭৪ হাজার ৯৩৬ টাকা, ইউনিয়ন পরিষদের আসবাবপত্র সরবরাহ প্রকল্পের ১ লাখ ৪০ হাজার টাকা ও বিভিন্ন ওয়ার্ডে ল্যাট্রিন সরবরাহ প্রকল্পের ২ লাখ টাকা প্রকল্পের সভাপতির অগোচরে উত্তালন করে নামমাত্র ৪৫ হাজার টাকার মালামাল নিজে ক্রয় করে বাকী ১ লাখ ৫৫ হাজার টাকা এবং স্টেডিয়ামের পেছনে পশ্চিম দিকে রাজ্জাক মাস্টারের পুকুরপাড় পর্যন্ত মাটি ভরাট প্রকল্পের ২৯ হাজার টাকা, ইউনিয়ন পরিষদ ভবনের নিচে ফ্লোর নির্মাণ প্রকল্পের ২৪ হাজার টাকা ও সুরিহারা ভবানী খিলা রাস্তায় সুরুজ মিয়ার বাড়ির সামনে ৩৭ মিটার লম্বা কাঠের ব্রীজ নির্মাণ প্রকল্পের ১ লাখ ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।
এর ফলে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪(১) অনুযায়ী তাকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।