নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় মোহাম্মদ আলী (৭২) নামের এক বৃদ্ধের ঝুঁলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (২জুন) সকালে উপজেলার উরফা পূর্বপাড়া এলাকা থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রায় ১৩ দিন আগে মোহাম্মদ আলী বাড়ি থেকে নিখোঁজ হলে বিভিন্ন জায়গায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে। পরে বুধবার সকাল পৌনে আটটার দিকে মোহাম্মদ আলীর পুত্রবধু লিলি বেগম বাড়ির উঠানে রান্নার কাজ করার সময় বাড়ির পশ্চিম পাশে মেহগিনি গাছের সাথে প্লাস্টিকের রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুঁলে থাকতে দেখে তার শশুরকে। এসময় তার ডাক-চিৎকারে স্থানীয়রা পুলিশকে সংবাদ দিলে পুলিশ মোহাম্মদ আলীর ঝুঁলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতল মর্গে প্রেরণ করে।