1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন

পুত্র হত্যার বিচারের দাবিতে মহিপুর থানা পুলিশের বিরুদ্ধে পিতার সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় পুত্র হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পিতা।
বুধবার (২ জুন) দুপুরে কলাপাড়া প্রেসক্লাবে কুয়াকাটা পৌর এলাকার কচ্ছপখালী গ্রামের মো: সিদ্দিক ভদ্র এ সংবাদ সম্মেলন করেন। এসময় লতাচাপলি ইউপি সদস্য মো: হারুন-অর-রশিদসহ তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে মো: সিদ্দিক ভদ্র বলেন, নিজ জমিতে কৃষি কাজ করে এবং কৃষি কাজের অবসরে আমি ও আমার পুত্র ভিকটিম মো: মিরাজ ভদ্র মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করে দুই ছেলে এবং এক মেয়েসহ স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করছিলাম। আমার ছেলে ভিকটিম মিরাজ বিবাহযোগ্য হওয়ায় গত বছর লতাচাপলী ইউনিয়নের মুসুল্লীয়াবাদ গ্রামের মো: ফোরকান মিয়ার কন্যা ফারজানা আক্তারের সাথে পারিবারিক প্রস্তাবের মাধ্যমে তার বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবন ভালই চলছিল। বিয়ের পর প্রায়শই আমার পুত্রবধূ ফারজানা তার পূর্বের প্রেমিক পার্শ্ববর্তী বরগুনা জেলার বামনা থানার জয়নগর গ্রামের মো: নাসির মিস্ত্রীর ছেলে মো: রাকিব এর সাথে মোবাইলে কথা বলত। একপর্যায়ে যৌথ তালাকের মাধ্যমে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।
লিখিত বক্তব্যে সিদ্দিক ভদ্র আরো বলেন, পূর্ব আক্রোশে ঘটনার দিন বেলা অনুমান ১১টার দিকে স্থানীয় তুলাতলী পেট্রোল পাম্প হতে মোটরসাইকেলে পেট্রোল নিয়ে আমার ছেলে ভিকটিম মিরাজ বাড়ি ফেরার প্রস্তুতি নিলে রাকিব ও সজিব ভিকটিম এর মোটরসাইকেলের সামনে দাড়িয়ে গতিরোধ করে। এসময় রাকিব ও সজিব ভিকটিম মিরাজকে হাত পা কেটে ফেলাসহ হত্যার হুমকি দেয়। এতে আমার দৃঢ় বিশ্বাস রাকিব, সজিব, ফারজানা, ফোরকান মিয়া, মামুন অজ্ঞাতনামাদের পরস্পর যোগসাজসে পূর্ব শত্রুতার জেরে আমার পুত্র মিরাজ ভদ্রকে পরিকল্পনা অনুযায়ী হত্যা করে তার লাশ গুম করার উদ্দেশ্যে ঘটনাস্থল তোফাজ্জেল মাদবরের মরিচ ক্ষেতের মধ্য লুকিয়ে রাখে।
লিখিত বক্তব্যে সিদ্দিক ভদ্র বলেন, ঘটনার দিন ২০মে রাতে পরিবারের সাথে একত্রে রাতের খাবার খেয়ে মিরাজ হাতে মোবাইল নিয়ে ঘর থেকে বের হয়। পরে আর বাড়িতে না ফেরায় পরিবারের সকলে উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি শুরু করি। পরদিন শুক্রবার সকাল অনুমান ৯টার দিকে প্রতিবেশী কাদের মুসুল্লীর নিকট শুনতে পাই যে, মো: তোফাজ্জেল মাতুব্বরের মরিচ ক্ষেতে আমার ছেলের লাশ পড়ে আছে। বর্ণিত স্থানে ভিকটিম এর মৃতদেহ উত্তর দিকে মাথা দক্ষিণে পা চিৎ হওয়া অবস্থায় পড়ে ছিল। তার পরণে জিন্সের প্যান্টের বেল্ট ও প্যান্টের চেইন খোলা, নাক থেকে রক্ত, মুখ দিয়ে লালা বের হচ্ছিল। বুকের ডান পাশে পাঁজরের নিচে ও উপরে আঘাতের চিহ্ন এবং ডান বাহুতে তিনটি পোড়া ক্ষত চিহ্ন দেখতে পাই।
মহিপুর থানায় আসামীদের নাম ঠিকানা দিয়ে অভিযোগ দেয়ার পরও বর্ণিত আসামীদের নাম উক্ত এজাহারে আসামীর কলামে রহস্যজনকভাবে বাদ দিয়ে পুলিশ অজ্ঞাত আসামীদের নামে দায়সাড়া গোছের একটি এজাহার রের্কড করে বলে সিদ্দিক ভদ্র অভিযোগ করেন।
এদিকে এ হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ভুক্তভোগী পিতা বুধবার কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করলে আদালত তা আদেশের জন্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com