আন্তর্জাতিক ডেস্ক : ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত মিলিশিয়াদের অবস্থান লক্ষ্য করে আরো একদফা বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (২৮ জুন) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ইরাকে মার্কিন সেনা ও স্থাপনার মিলিশিয়াদের ড্রোন হামলার জবাবে এই হামলা চালানো হয়।
মার্কিন সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, সিরিয়ার দুটি ও ইরাকের একটি স্থানে অস্ত্রের গুদাম লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে। যদিও হতাহতের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। তবে হামলা পরবর্তি পর্যবেক্ষন চলছে।
এদিকে এক বার্তায় ইরান ঘনিষ্ঠ ইরাকের একটি মিলিশিয়া গোষ্ঠী জানিয়েছে যে সিরিয়া-ইরাক সীমান্তে ওই হামলায় তাদের কাতাইব সায়্যেদ আল-শুহাদা শাখার চার সদস্য হামলায় নিহত হয়েছেন। এ হামলার পালটা জবাব দেয়া হবে বলে জানায় তারা।