আন্তর্জাতিক ডেস্ক : করোনার দুই ডোজ টিকা দ্রুত সংক্রমণ বিস্তারকারী ডেল্টা ভ্যারিয়েন্ট (ভারতীয় ভ্যারিয়েন্ট) থেকে সুরক্ষা দিতে সক্ষম। বৃহস্পতিবার ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি এ তথ্য জানিয়েছে।
এমন সময় টিকা নিয়ে এই মূল্যায়ণ প্রকাশ করা হলো যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে, করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট ইউরোপে নতুন ঢেউ সৃষ্টি করবে।
ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সির প্রধান মার্কো ক্যাভালেরি বলেছেন, ‘এই মুহূর্তে দেখা যাচ্ছে, ইউরোপীয় ইউনিয়নে অনুমোদন পাওয়া চারটি টিকা ডেল্টাসহ যেসব ভাইরাস ইউরোপে বিস্তার ঘটাচ্ছে তার সবগুলোর বিরুদ্ধে কার্যকর। প্রকাশিত বাস্তব তথ্যে প্রমাণ মিলেছে, টিকার দুই ডোজ ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর।
তিনি জানান, গবেষণাগারে পরীক্ষায়ও দেখা গেছে, টিকা থেকে দেহে বৃদ্ধি পাওয়া অ্যান্টিবডি ডেল্টা ভাইরাসকে নিস্ক্রিয় করতে পারে।
ইউরোপীয় ইউনিয়নে অনুমোদন পাওয়া চারটি টিকা হচ্ছে-ফাইজার, মডার্না, আস্ট্রাজেনেকা ও জনসন অ্যান্ড জনসন।