কুষ্টিয়া: কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ১৪ জন মারা গেছেন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৩ জন। এ নিয়ে জেলাতে করোনা ও উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৯২ জন।
সোমবার (৫ জুলাই) সকাল ১০টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) তাপস কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
আরএমও জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদরে ১৫৩ জন, মিরপুরে ২৯ জন, কুমারখালী ২৪ জন, দৌলতপুর ৪৪, ভেড়ামারায় ৩৪ এবং খোকসায় ৮জন।
এদিকে, জেলায় লকডাউন কার্যকরে প্রশাসনের সঙ্গে সঙ্গে সেনাবাহিনী টহল দিচ্ছে। তারা মানুষকে নানাভাবে সচেতন করারও চেষ্টা করছে।