1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ০৮:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ক্ষমতা না থাকলেও থেমে নেই লুটপাট, হরিলুট চলছে থোক বরাদ্দের জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ ২৯০ জনকে চিকিৎসা দিয়েছি: ডা. এনামুর কঙ্গোর বৃহত্তম শহরের নিয়ন্ত্রণ নিল এম২৩ বিদ্রোহীরা ২৩ বছর বয়সেই ২৫০ কোটির সম্পদের মালিক জান্নাত ভোলাগঞ্জে পাথর চুরি: রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ৪ সদস্য বরখাস্ত অবৈধ বালু উত্তোলন: ৪০ মিনি ড্রেজার, অসংখ্য টাওয়ার ও পাইপ ধ্বংস এ সময় শিক্ষার্থীদের সংঘর্ষে জড়ানো কারো জন্যই শুভ নয়: রিজওয়ানা বিচারপতি মানিকের মৃত্যুর খবর গুজব, তিনি সুস্থ আছেন সাত কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকছে না শ্রমিকদের কর্মবিরতি, খুলনাসহ ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ

চিত্রনায়িকা নিঝুমকে ‘অপহরণচেষ্টার’ অভিযোগে উবার চালক গ্রেপ্তার

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা নিঝুম রুবিনা সম্প্রতি রাজধানীর হাতিরঝিলে রাইড শেয়ারিং অ্যাপস উবার চালকের অনাকাঙ্ক্ষিত আচরণের শিকার হন বলে জানিয়েছিলেন। সেই ঘটনায় শনিবার রাতে রামপুরা থানায় একটি মামলা করেন তিনি। রোববার (২৬ জানুয়ারি) সকালে সেই গাড়িচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়িকা নিজেই। তিনি বলেন, ‘অবশেষে পুলিশ গাড়ির চালককে গ্রেপ্তার করেছে। এখন পুলিশ আদালতে পাঠাবে।’

গাড়ির মালিকের পরিচয় প্রকাশ না করে নিঝুম রুবিনা বলেন, ‘পুলিশের কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি, তাতে জানতে পেয়েছি, গাড়ির সেই মালিক আমাদের চেনাজানা। তার নামটা এখন বলা যাবে না। কারণ, তিনি বিনোদন অঙ্গনেরই একজন, আমাদের কলিগ। পুলিশ বেশ গুরুত্ব দিয়ে ঘটনাটি দেখছে। উবার কর্তৃপক্ষের সঙ্গে পুরো ঘটনাটি নিয়ে আলাপ-আলোচনা হয়েছে।’

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ গণমাধ্যমকে বলেন, ‘উবার চালক মো. রকিকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। তার জন্য রিমান্ডের আবেদন করে আগামীকাল সোমবার আদালতে সোপর্দ করা হবে।’

প্রসঙ্গত, রাজধানীর হাতিরঝিলে রাইড শেয়ারিং চালকের অনাকাঙ্ক্ষিত আচরণ প্রসঙ্গে নিঝুম রুবিনা গত ২১ জানুয়ারি ফেসবুকে লেখেন, ‘আমার স্বামী গ্রামের বাড়ি গিয়েছে, যে কারণে নিজের গাড়ি রেখেই বের হতে হয়। কারণ, আমি ড্রাইভিং পারি না। যে কারণে রাইড শেয়ারিং কল করি বনশ্রী থেকে ধানমন্ডি যাব। চালক হাতিরঝিলে উঠে সরাসরি ধানমন্ডির রোডে না ঢুকে গুলশানের দিকে প্রবেশ করে। জানতে চাইলে বলে, ‘আপনার লোকেশনেই যাচ্ছি, চুপ থাকেন।’ মঙ্গলবার রাস্তা ফাঁকা, তারপরও সে গুলশান রোডে ঢুকেছে। তখন তার গাড়ির স্পিড ৮০ থেকে ১০০। অনেক হাইস্পিডে গাড়ি টেনে যাচ্ছিল। বিষয়টি আমার কাছে সন্দেহ লাগে। তাকে বলি, ‘আমাকে এখানেই নামিয়ে দেন।’ তখন সে আমাকে বলল, ‘চুপ থাক। কোনো কথা বলবি না।’ তারপর আমি গাড়ির গ্লাস খুলে বাঁচাও বাঁচাও করে চিৎকার শুরু করি। কারও সাড়া পাইনি। একটা পর্যায়ে গাড়ির গতি একটু কম মনে হলে লাফ দিয়ে গাড়ি থেকে নেমে যাই।’

নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে এই নায়িকা তার ফেসবুকে লেখেন, ‘আমরা কোন দেশে বসবাস করছি? দিনদুপুরে কি আমাদের নিরাপত্তা পাব না?… আজ যদি গাড়ি থেকে জাম্প করে না নামতাম, তাহলে আমাকে খুঁজে পাওয়া যেত?’

রুবিনা বলেন, ‘আজ যদি আমার কিছু হয়ে যেত, আমার ছোট্ট একটা বাচ্চা আছে, তার কী হতো? আমার সন্তানটাকে কে দেখত? লাফ দিয়ে গাড়ি থেকে নামার কারণে মাথায় আঘাত পেয়েছি। আল্লাহপাক আমাকে বাঁচিয়ে দিয়েছেন।’

নিঝুম রুবিনাকে সর্বশেষ ‘লিপস্টিক’ ছবিতে দেখা গেছে। নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত ‘এর বেশি ভালোবাসা যায় না’ সিনেমা দিয়ে ২০১৩ সালে চলচ্চিত্রে পথচলা শুরু নিঝুম রুবিনার। এরপর তিনি অভিনয় করেছেন ‘অনেক সাধনার পরে’, ‘মেঘকন্যা’, ‘বেসামাল’ সিনেমায়। বর্তমানে দুটি সিনেমায় অভিনয় করছেন নিঝুম। একটি আজিম খান পরিচালিত ‘দুই মা’, অন্যটি আনোয়ার শিকদার টিটোন পরিচালিত ‘বন্ধু তুই আমার’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com