টঙ্গী (গাজীপুর): গাজীপুরের টঙ্গীতে মৃত গরু জবাই করে বিক্রির চেষ্টা করায় কসাইসহ তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৫ জুলাই) দুপুরে টঙ্গীর উত্তর আউচপাড়া এলাকার থেকে তাদের আটক করা হয়। আটকরা হল- রাজশাহীর মাজেদ শেখ (৬৫), গাজীপুরের দুলাল (৪০) ও আহমেদ উল্লাহ (৪৫)।
পুলিশ জানায়, গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা থেকে ঢাকার উদ্দেশ্যে তিনটি গরু ট্রাকে করে আনার সময় টঙ্গীর এরশাদ নগরে আসার পর দুইটি গরু ট্রাক থেকে পরে যায়। ঘটনাস্থলে একটি গরু মৃত্যু বরন করে ও আরেকটি গরু আহত হয়। পরে মৃত গরুকে টঙ্গী পূর্ব থানা পুলিশ নির্দিষ্ট স্থানে ফেলে দেয়ার কথা বললে কয়েকজন ভ্যানে করে টঙ্গী পশ্চিম থানাধীন উত্তর আউচপাড়া এলাকায় এনে বিক্রির উদ্দেশ্যে জবাই করে। গোপন সংবাদের ভিত্তিতে এএসআই জাবেদ তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় হাতেনাতে তিনজনকে আটক করে টঙ্গী পশ্চিম থানায় আনা হয়।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, এই করোনা মহামারীর মধ্যে এমন ঘটনা খুবই দুঃখজনক। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।