শেরপুর : শেরপুরে নিষিদ্ধ পলিথিন ও ভেজাল ক্যামিকেলের গোডাউনে অভিযান চালিয়েছে র্যাব-১৪। এসময় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ হাজর ৮১৮ কেজি নিষিদ্ধ পলিথিন, পাঁচ হাজার কৌটা অনুমোদনহীন জর্দা, ২শ লিটার অবৈধ ক্যামিকেল ও ফুড কালার জব্দ এবং দু’জনকে আটক করে র্যাব-১৪।
আটক একজনকে এক লাখ টাকা জরিমানা এবং ছয় মাসের জেল এবং অন্যজনকে আড়াই হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিক আল শাফিন।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শেরপুর শহরের সোহান স্টোর, ভাই-বোন ট্রেডার্স, ও খুশবু স্টোর এ তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনে অভিযান চালানো হয়। অভিযানকালে বিপুল পরিমাণ অনুমোদনহীন ফুড কালার, ক্যামিকেল ও পলিথিন জব্দ করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, র্যাব-১৪ এর কোম্পানী কমান্ডার মো. আশিকুজ্জামানসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।