নালিতাবাড়ী (শেরপুর) : করোনাভাইরাস মোকাবেলায় স্বাস্থ্যবিধির অংশ হিসেবে শেরপুরের নালিতাবাড়ী পৌর গরুর হাটে আসা ক্রেতা-বিক্রেতা ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে নালিতাবাড়ী পৌরসভার টানা দ্বিতীয়বার নির্বাচিত মেয়র আবু বক্কর সিদ্দিক নিজে দাড়িয়ে বিনামূল্যে এ মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
মেয়র আবু বক্কর সিদ্দিক জানান, করোনাভাইরাসের কারণে চলমান কঠোর লকডাউনের ষষ্ঠ দিনেও কোরবানীর ঈদ সামনে থাকায় স্থানীয় গরুর খামারিদের কথা বিবেচনায় এনে স্বাস্থ্যবিধি মেনে গরুর হাট চালু রাখা হয়েছে। তবে কেউ যেন স্বাস্থ্যবিধি লঙ্ঘন না করে সেদিকে আমরা পৌরসভার পক্ষ থেকে সার্বক্ষণিক লক্ষ্য রাখছি। যথাসম্ভব সামাজিক দূরত্ব বজায় রেখে শতভাগ মানুষের মুখে মাস্ক পড়া নিশ্চিত করেছি। এ জন্য আমি নিজে দাড়িয়ে যাদের মুখে মাস্ক নেই তাদের মাস্ক দিচ্ছি।
ইজারাদার শরিফুজ্জামান সেতু জানান, আমরা স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহবান জানিয়ে সবার মুখে মাস্ক বাধ্যতামূলক করেছি। যথাসম্ভব সামাজিক দূরত্ব নিশ্চিতের চেষ্টা করেছি। কোরবানীর ঈদ সামনে থাকার কারণে এই মুহূর্তে গরুর হাট একেবারে বন্ধ করে দিলে খামারীরা কোটি কোটি টাকার লোকসান গুণবেন। সেদিক বিবেচনা করেই আমরা সরকারী নির্দেশনা মেনে সকলের স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিত করার চেষ্টা করে যাচ্ছি।
এদিকে গরুর হাট ঘুরে দেখা গেছে, অন্যান্য সময়ের তুলনায় বিক্রেতা বেশি থাকলেও ক্রেতা তুলনামূলকভাবে কম। তাছাড়া ভিরও কম লক্ষ্য করা গেছে। যদিও সকলেই স্বাস্থ্যবিধির বিষয়ে শতভাগ সচেতন ছিলেন না।