শ্রীবরদী (শেরপুর) : লকডাউনে কর্মহীন মানুষ যাতে খাবারের জন্য কষ্ট না করে সেজন্য জেলার শ্রীবরদী উপজেলায় ৪৭০ জন অসহায় মানুষকে নগদ ৫০০ টাকা করে আর্থিক সহায়তা করা হয়েছে।
মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে শ্রীবরদী সরকারী কলেজ মাঠে স্বাস্থ্যবিধি মেনে এ সহায়তা প্রদান করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রীবরদীর ইউএনও নিলুফা আক্তার ও শ্রীবরদী পৌর সভার মেয়র মোহাম্মদ আলী লাল এ অর্থ সাহায্য দরিদ্রদের হাতে তুলে দেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সুফলভোগীদের মধ্যে রয়েছে- রিকশা-অটোচালক, বাস চালক ও হেলপার, দিনমজুর, দলিত ও আদিবাসী জনগোষ্ঠীর সদস্য, ভিক্ষুক, প্রতিবন্ধী, কর্মহীন বয়স্ক নারী ও পুরুষ।