রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালি) : কলাপাড়ায় বছরব্যাপী বারি উদ্ভাবিত তরমুজ উৎপাদনের আধুনিক কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষনা কেন্দ্র লেবুখালী, পটুয়াখালীর আয়োজনে মঙ্গলবার (৬ জুলাই) সকালে নীলগঞ্জ ইউনিয়নের কুমিড়মারায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কৃষক প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষনা কেন্দ্র লেবুখালী, পটুয়াখালীর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ ইদ্রিছ আলী হাওলাদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পটুয়াখালীর অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল মান্নান। এছাড়া বক্তব্য রাখেন- বৈজ্ঞানিক কর্মকর্তা ইফতেখার মাহমুদ, রেজাউল করিম, কৃষক জাকির হোসেন, ওমর ফারুক।