নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক আমির হোসেন আমুর বসতবাড়িতে একদল দূর্বৃত্ত হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠেছে। এ ব্যাপারে জাসদ নেতা আমির হোসেন আমু নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ করেছেন।
এদিকে জাসদের সাধারণ সম্পাদক ও জেলা জাসদের সহ-সম্পাদক আমির হোসেন আমুর বাড়িতে হামলা করায় নালিতাবাড়ী উপজেলা জাসদের সভাপতি লাল মো: শাহজাহান কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, অথর্ সম্পাদক মোস্তফা মিয়া মুন্সী ও শহর জাসদের সাধারণ সম্পাদক আজিনুর রহমান তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ জুন) ভোর অনুমান সাড়ে ৬টার সময় কতিপয় লোক জাসদ নেতা আমির হোসেন আমুর বাড়িতে প্রবেশ করে আমির হোসেন আমুকে তার বসতঘরে অবরুদ্ধ করে রাখে। উপায়ান্তর না পেয়ে আমির হোসেন আমু ৯৯৯ নম্বরে সহায়তা চাইলে নালিতাবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছায়। এ সময় আক্রমণকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে জাসদ নেতা আমির হোসেন আমু দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নালিতাবাড়ী থানায় এ ঘটনায় অভিযোগ দায়ের করেছেন।