1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৯:৪২ পূর্বাহ্ন

হিমাচলের সাবেক মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং মারা গেছেন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মারা গেছেন ভারতের হিমাচল প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। বৃহস্পতিবার ভোরে শিমলার একটি হাসপাতালে মৃত্যু হয় কংগ্রেসের এই প্রাক্তন সংসদ সদস্যের।

তার পারিবারিক সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজ (আইজিএমসি)-এ চিকিৎসাধীন ছিলেন বীরভদ্র।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার ভোররাত পৌনে ৪টার দিকে মারা যান তিনি। আইজিএমসি-র সিসিইউ-তে তার চিকিৎসা চলছিল। বুধবার থেকে শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়ায় বীরভদ্রকে পর্যবেক্ষণে রেখেছিলেন হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চিকিৎসকরা।

চলতি বছরের ১২ এপ্রিলে করোনায় আক্রান্ত হয়েছিলেন এই প্রবীণ রাজনীতিক। ৩০ এপ্রিল হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফের অসুস্থবোধ করেন তিনি। সে সময় থেকে আইজিএমসি-তে চিকিৎসাধীন ছিলেন বীরভদ্র। ১১ জুন ফের সংক্রমণ দেখা দেয় তার। তারপর থেকে একের পর এক শারীরিক সমস্যা দেখা দিয়েছিল।

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে ৬ বার দেখা গেছে বীরভদ্রকে। ৫ বারের সংসদ সদস্যও ছিলেন এই প্রবীণ রাজনীতিক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com