1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন

যশোরে পুত্রবধূর সাথে শশুরের অনৈতিক সম্পর্ক : অভিমানে ছেলের আত্মহত্যা 

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
রফিকুল ইসলাম, যশোর : যশোরের ঝিকরগাছায় বৌমার সাথে শশুরের অনৈতিক কর্মকান্ড দেখে ফেলায় আত্মহত্যা করেছে ছেলে জনি হোসেন (২০)। নিহত জনি হোসেন ঝিকরগাছা উপজেলার ১০নং শংকরপুর ইউনিয়নের বকুলিয়া গ্রামের মোঃ জামির হোসেনের ছেলে।
এলাকাবাসী জানায়, গত ২ বছর আগে শার্শা উপজেলার সাতমাইল মাঠপাড়া এলাকার  ইভা নামের এক মেয়ের সাথে বিয়ে হয় জনির। বিয়ের এক বছর পর থেকে শ্বশুর জামির হোসেনের সাথে অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়ে গৃহবধূ ইভা খাতুন। বিষয়টি পরিবারের লোকজন কিছুটা আচ করলেও সুনির্দিষ্ট প্রমাণ না পাওয়ায় বিষয়টি আমলে নেয়নি কেউ। বুধবার সকালে কাজ থেকে বাড়ি ফিরে স্ত্রীর সাথে পিতার অনৈতিক কর্মকান্ড দেখে ফেলে জনি। পরে পিতার সাথে কথা কাটাকাটির একপর্যায়ে জনি হোসেন বাজার থেকে বিষ কিনে পান করে।
এময় প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করেন। এ‍্যাম্বুলেন্সে করে যশোর নেওয়ার পথে মৃত্যু বরণ করে জনি।
এদিকে সন্তানের মৃত্যুর খবর শুনে বাবা জামির হোসেন ও স্ত্রী ইভা খাতুন কৌশলে বাড়ি থেকে  পালিয়ে যায়।
সরেজমিনে গেলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন, পুত্রবধুর সাথে অনৈতিক কর্মকান্ড সন্তানের কাছে ধরা খাওয়ার পর কিছুটা হাতাহাতি হয় পিতা-পুত্রের মাঝে। এলাকা বাসীর মুখে ছড়িয়ে পড়েছে, সন্তানের মুখে বিষ ঢেলে খাওয়ায়ে দিয়ে মেরে ফেলেছে পাষন্ড পিতা। নিজের কু-কর্মকে ঢাকতে এবং বিষয়টি যাতে বাইরে না আসে সে জন্য জামির হোসেন স্ত্রীকে সম্পত্তির লোভ দেখিয়ে মুখে তালা মেরে দেন।
জনির করুণ মৃত্যু এবং স্বামীর অনৈতিক কর্মকান্ডে যখন গোটা এলাকার মানুষ স্তব্ধ, তখন সামান্য সম্পত্তির লোভে প্রকৃত সত্য ঘটনা কারোর কাছে না জানাতে নারাজ জনির মা।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, এ বিষয়ে এখনো কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com