নালিতাবাড়ী (শেরপুর) : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাদশা মিয়া নামে এক মাদকাসক্ত দা দিয়ে কুপিয়েছে কৃষককে। বৃহস্পতিবার (৮ জুলাই) রাত আটটার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বালুঘাটা বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত আটটার দিকে বালুঘাটা বাজারে পাশাপাশি চলার কারণে ঘুঘুরাকান্দি গ্রামের কৃষক ইমাইল (৫০) এর সাথে গোল্লারপাড় গ্রামের যুবক মাদকাসক্ত বাদশা মিয়ার (৩০) ধাক্কা লাগে। এসময় বাদশা বেসামাল থাকার কারণে ইসমাইল তাকে কথা বলতে গেলে বাদশা তর্কে জড়ায়। ফলে ইমসাইল চলে যাচ্ছিল। এসময় পাশে থাকা এক আনারস বিক্রেতার দা নিয়ে পেছন দিক থেকে ইসমাইলকে দা দিয়ে এলোপাতারি কোপ বসায় বাদশা। পরে প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে ইসমাইলকে নালিতাবাড়ী হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে আহত ইসমাইলের পক্ষ থেকে আইনী পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে।