স্টাফ রিপোর্টার : হত্যা মামলা ভিন্নখাতে নিতে এবং ওই মামলা থেকে আত্মরক্ষায় বাদী, সাক্ষী ও সাংবাদিক নেতাসহ অর্ধশতাধিক ব্যক্তির বিরুদ্ধে হয়রাণীমূলক ডজনখানেক মিথ্যা মামলা অব্যাহত রেখেছে প্রতিপক্ষ। শেরপুর সদর উপজেলার হেরুয়া বালুরঘাট গ্রামে শ্রীমত হত্যা মামলাকে কেন্দ্র করে চলছে এ হয়রাণী।
জানা গেছে, শেরপুর প্রেসক্লাবের দুইবারের সাধারণ সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এর জেলা প্রতিনিধি মেরাজ উদ্দিনের উদ্যোগে সদর উপজেলার হেরুয়া বালুরঘাটে ‘বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল একাডেমী’ নামে একটি স্কুল প্রতিষ্ঠা করা হয়। স্কুলটি প্রতিষ্ঠার পর ক্ষুব্ধ হয় স্থানীয় ‘বালুরঘাট মডেল স্কুল’ এর পরিচালক রেজাউল করিম সাদাসহ একটি পক্ষ। শুরু থেকেই স্কুলটি প্রতিষ্ঠায় নানা ষড়যন্ত্রের একপর্যায়ে একাধিক বৈঠকে সাংবাদিক মেরাজ উদ্দিনকে হত্যার পরিকল্পনা করে।
এরই ধারাবাহিকতায় গত ২০ ফেব্রুয়ারী বিকেলে ‘আতিউর রহমান মডেল একাডেমী’র সংস্কার কাজ দেখে সাংবাদিক মেরাজ গ্রামের বাড়ি গেলে প্রতিপক্ষ রেজাউল করিম সাদা, আক্রাম হোসেন আঙ্গুর, তার ভাই কাশেম ও জামান মেম্বারের নেতৃত্বে চারদিক থেকে হামলা, ভাংচুর ও লুটপাট করে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও ততক্ষণে ১০-১২জনকে আহত করে তারা। অল্পের জন্য প্রাণে বেঁেচ যান সাংবাদিক মেরাজ। তবে গুরুতর আহত তার চাচা শ্রীমত আলী (৫৫) কে প্রথমে শেরপুর ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌণে দুই মাস ওই গ্রামে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন থাকে।
এদিকে শ্রীমত হত্যার ঘটনায় মামলার পর তদন্ত শেষে রেজাউল করিম সাদা, আক্রাম হোসেন আঙ্গুর, কাশেম ও জামান মেম্বারসহ ৩০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে থানা পুলিশ। ফলে শ্রীমত আলী হত্যার অভিযোগ থেকে আত্মরক্ষায় নানা ষড়যন্ত্র শুরু করে অভিযুক্তরা। তাদেরই স্ত্রী ও পরিবারের অন্য সদস্যদের দিয়ে একের পর এক মিথ্যা হয়রাণীমূলক অভিযোগ আদালতে দাখিল অব্যাহত রাখে। যার সংখ্যা এ পর্যন্ত ১২টি। মিথ্যা ও সাজানো এসব অভিযোগে হত্যা মামলার বাদী উকিল মিয়া, স্বাক্ষী ও শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, তার ছেলে সাংবাদিক শাহরিয়ার শাকিরসহ হত্যা মামলার অন্যান্য স্বাক্ষী এবং আত্মীয়-স্বজন ও গ্রামের গণ্যমান্যদের আসামী করা হয়।
শুধু তাই নয়, শ্রীমত হত্যা মামলার আসামী পক্ষের ৮০ বছরের বৃদ্ধ সাজ উদ্দিন মামুন শারিরিক অসুস্থতার কারণে গত ১ মার্চ শেরপুর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৩ মার্চ রাতে মারা যান। পরে এ ঘটনাকেও হত্যাকান্ড বলে চালানোর অপচেষ্টা করে রেজাউল করিম গং। কিন্তু ময়নাতদন্তে ৩ সদস্যের চিকিৎসকের টিম মামুনের মৃত্যুকে অসুস্থতাজনিত মৃত্যু বলে প্রতিবেদন দেন।
এদিকে শ্রীমত হত্যা মামলার আসামীরা জামিনে বেরিয়ে এসে বাদীকে মামলা তুলে নিতে বলে ও হুমকি দেয়। একপর্যায়ে হত্যা মামলার আসামী ফারুককে দিয়ে আদালতে ৩৩ জনের বিরুদ্ধে আরও একটি হয়রাণীমূলক অভিযোগ দায়ের করে। মামলাগুলো বর্তমানে সিআইডি, পিবিআই ও সদর থানায় পুলিশের তদন্তাধীন।
এ বিষয়ে সাংবাদিক মেরাজ উদ্দিন জানান, ঘটনার পর থেকে আমি এবং আমার ছেলে শাহরিয়ার শাকির এক দিনও গ্রামের বাড়ি যাইনি। অথচ আমাকে এবং আমার ছেলের বিরুদ্ধেও মিথ্যা ও কাল্পনিক মামলা দেয়া হয়েছে। শুধু তাই নয়, হাসপাতালে ভর্তি রোগী, ঢাকায় কোম্পানীতে চাকুরীরত ও অবস্থানরত আমার আত্মীয়-স্বজন, স্থানীয় মসজিদ-মাদরাসার সভাপতিসহ গণ্যমান্য ব্যক্তি ও প্রতিবন্ধীদেরও ওইসব মিথ্যা মামলায় আসামী করা হয়েছে।
শ্রীমত হত্যা মামলার বাদী উকিল মিয়া জানান, আমাকে প্রায়ই হুমকি দিচ্ছে। ফলে আমি নিরাপত্তাহীনতায় ভোগছি। আসামী পক্ষের কোটি কোটি টাকা আছে। তারা টাকার জোরে আমাদের ঠিক করবে বলে হুমকি দিয়ে বেড়াচ্ছে।
এ ব্যাপারে শেরপুরের পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী বলেন, আমরা সবকিছু জানি। আমরা ন্যায় ও সঠিক ব্যবস্থাই গ্রহণ করব।