এন এ জাকির, বান্দরবান : করোনার সংক্রমণ রোধে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি ও স্বাস্থ্যবিধি মেনে চলতে মাস্ক পরিধান ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে মানুষকে উৎসাহ দিতে বাংলাদেশ ছাত্রলীগ বান্দরবান জেলা শাখার উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে করোনা বুথ স্থাপনর করা হয়েছে।
শুক্রবার সকালে পার্বত্য মন্ত্রীর বাসভবনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীরবাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে করোনা প্রতিরোধক বুথ স্থাপনের কার্যক্রম উদ্বোধন করেন।
এসময় জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, সদস্য লক্ষীপদ দাস, রেড় ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ ধর্ম বিষয়ক সম্পাদক উসিং হাই রবিন বাহাদুর,জেলা ছাত্রলীগের সহসভাপতি আশীষ বড়–য়া, সাধারণ সম্পাদক জনি সুশীলসহ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসময় জেলা ছাত্রলীগের উদ্যোগে বান্দরবানে পৌর এলাকার ৭টি পয়েন্টে ১ টি করে বুথ বসানো হয়। প্রতিটি বুথে রয়েছে ২ লিটার জীবানু নাশক হ্যান্ড স্যানিটাইজার ও ১৫০ পিস সার্জিক্যাল মাস্ক। পথচারীরা চলাচলের সময় বুথ থেকে স্যানিটাইজার ব্যবহার করতে পারবে এবং যাদের মাস্ক নেই তারা বুথ থেকে মাস্ক নিতে পারবে। বুথের সরঞ্জাম শেষ হয়ে গেলে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে সেগুলো পুনরায় রিফিল করে দেয়া হবে।
জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ বলেন, করোনা সংক্রমন রোধে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য আমরা এ উদ্যোগ নিয়েছি। প্রথম পর্যায়ে গুরুত্বপূর্ণ ৭টি স্থানে বুথ স্থাপন করা হয়েছে পরে আরো ৬টি বুথ স্থাপন করা হবে।