1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সৃষ্টিকর্তা নালিতাবাড়ীর মানুষের অন্তরে আমার প্রতি দয়া সৃষ্টি করে দিয়েছেন : লেবু নালিতাবাড়ীতে বিনা ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের গবেষণা পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত অর্থের বিনিময়ে দেন ভুয়া স্মার্ট কার্ড, ঘুরে বেড়ান আমেরিকা-ইউরো সিনিয়র না হলে জয়কে থাপড়াতেন মিষ্টি জান্নাত বাহুবলীর রেকর্ড ভাঙার পথে ‘রামায়ণ’ তাপপ্রবাহ বাড়তে পারে আগামী শনিবার পর্যন্ত ১০ মেগা প্রকল্পে বরাদ্দ ৫২ হাজার কোটি টাকা, বেশি পাচ্ছে পিইডিপি চার প্রার্থীর তিন জনকেই নির্বাচিত করেছেন, একবার আমাকে করেন: ভোটারদের হাজি মোশারফ নথি ফাঁস: বের হলো দুবাইয়ে ধনীদের গোপন সম্পদের পাহাড় মিশা-ডিপজলের কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে নিপুণ

চমক তারার “লিভ টুগেদার”  

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ জুলাই, ২০২১

মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি : বাংলা চলচ্চিত্রের অন্যতম ব্যস্ত চিত্রনায়িকা চমক তারা। সম্প্রতি তিনি টি প্রোডাকশনের প্রযোজনায় শিথিল গোমেজের রচনা ও ইমরান হোসেন ইমুর পরিচালনায় ” লিভ টুগেদার ” নামের একটি শর্টফিল্মের কাজ সম্পন্ন করেছেন ৷এতে চমক তারা ছাড়াও আরও কাজ করেছেন শাহরিয়ার শুভ ও শিলা। শীঘ্রই এটি প্রকাশিত হবে৷

এ শর্টফিল্মের গল্পটি প্রসঙ্গে চমক তারা জানান, এছাড়া বরাবরের মতই আমি চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে পছন্দ করি। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। গল্পের প্রয়োজনে ধূমপায়ীর চরিত্রটিও এখানে উপস্থাপিত হয়েছে৷ আমাদের সমাজে গোপনে অনেকেই লিভ টুগেদার করছে; এ জিনিসটাকে অনেকেই ইতিবাচকভাবে দেখছে না। এটাও সমাজের একটা ম্যাসেজ বহন করে।

গল্প সূত্রে জানা যায়, গল্পে দেখা যাবে বিয়ে করতে ভয় পাই; বিয়ে হলে তো ডিভোর্স হয়ে যায়। মূলত বিয়ে জিনিসটা আমার কাছে মূখ্য না। আমার কাছে মূখ্য হচ্ছে পারস্পরিক বন্ধন। দুজন দুজনকে ভালো ভাবে চিনতে পারা একে অপরের সুখ দুঃখের সাথী হওয়া। তাই বিয়ের পূর্বে লিভ টুগেদার করে পরবর্তীতে বিয়েতে যাওয়ার বিষয়টা এখানে দেখানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!