নালিতাবাড়ী (শেরপুর) : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৫নং রামচন্দ্রকুড়া ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকা শঙ্কামুক্ত।
সূত্র জানায়, গত ৩০ জুন বুধবার থেকে খোরশেদ আলম খোকা ঠান্ডা-জ্বরে ভোগছিলেন। কয়েকদিন পর্যন্ত এ জ্বরের সাথে কাশি থাকলেও তা কোনভাবে নিয়ন্ত্রণে আসছিল না। একপর্যায়ে ৪ জুলাই রবিবার তিনি নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা করে করোনা পজেটিভ শনাক্ত হন। পরে সেখানে ভর্তি হলেও উন্নত চিকিৎসা ব্যবস্থা না থাকায় তাকে ময়মনসিংহ নেওয়া হয়। কিন্তু ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটের সিট খালি না থাকায় তাকে ঢাকার ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে যাওয়ার পর বর্তমানে অনেকটা সুস্থ রয়েছেন চেয়ারম্যান খোরশেদ আলম খোকা।
বিষয়টি নিশ্চিত করে খোকা চেয়ারম্যান এর ছোট ভাই আলহাজ্ব মোশারফ হোসেন জানিয়েছেন, এখন আগের চেয়ে অক্সিজেন সাপোর্ট কম লাগছে। জ্বর ভালো হয়ে গেছে। সামান্য কাশি রয়েছে। এখন তিনি ঝুঁকিমুক্ত রয়েছেন।
খোরশেদ আলম খোকা জানিয়েছেন, আগের চেয়ে অনেক ভালো লাগছে। আশাকরি দ্রুত সেড়ে উঠব। এসময় তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।