শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে গাছ চাপায় লালন মিয়া নামে এগারো বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১০ জুলাই) সকালে উপজেলার তাতিহাটী ইউনিয়নের বটতলা ছনকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লালনওই গ্রামের মৃত নূর ইসলামের ছেলে।
এলাকাবাসী জানায়, সকালে বটতলা ছনকান্দা গ্রামের আলাল মিয়ার ইউক্যালিপ্টাসসহ অন্যান্য কাঠের গাছ কাটার কাজ চলছিল। এ সময় শিশু লালন অদূরে দাড়িয়ে গাছ কাটা দেখছিল। হঠাৎ একটি গাছ লালনের উপর পড়ে মাথা ও ঘাড়সহ বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
তবে স্থানীয়রা লালনকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।