রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলার অংশীজনের সাথে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হুমায়ুন কবির ও কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন তালুকদার, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: চিম্ময় হাওলাদার, উপজেলা সিপিপি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাউদ্দিন মান্নু, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান বুলেট, বর্তমান সভাপতি নাসির উদ্দিন বিপ্লব প্রমুখ।
এসময় চিকিৎসক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও জনপ্রতিনিধিসহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক প্রতিটি ওয়ার্ড থেকে শুরু করে উপজেলা ব্যাপী করোনা ভাইরসার প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেন।
এছাড়া কঠোর লকডাউন বাস্তবায়নে সবাইকে কার্যকরী ভূমিকা রাখান আহ্বান জানান।