শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে পানিতে ডুবে বিশ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১১ জুলাই) ভোরে উপজেলার নবীনপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু আব্দুর রহমান ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রবিবার ভোর সাড়ে ছয়টার দিকে বাড়ির আঙিনায় একটি কাঠের ছোট চৌকিতে শোয়াইয়ে তার মা গৃহস্থালির কাজ করছিল। কিছুক্ষণ পর ওই চৌকিতে শিশুটিকে দেখতে না পেরে খোঁজাখুঁজি করে। একপর্যায়ে পাশে থাকা একটি ছোট ডোবায় আব্দুর রহমানের মরদেহের সন্ধান মিলে।