হালুয়াঘাট (ময়মনসিংহ) : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাটে ১৪০জন ভূমিহীন ও গৃহহীন পরিবার পেয়েছেন “শেখ হাসিনার উপহার” ঘর। ইতিমধ্যেই উপজেলায় দরিদ্রদের জন্য অগ্রাধিকারের ভিত্তিতে প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের আওতায় ‘ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ প্রকল্প- ১ ও ২’ এর আওতায় বরাদ্দ দেওয়া হয়েছে।
সারাদেশের ন্যায় ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় গত বছর ১ম পর্যায়ে ১শ টি ও চলতি বছরে ২য় পর্যায়ে ৪০টি ঘর উপকারভোগীদের মাঝে গত ২০ জুন বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ-১ আসনের জাতীয় সংসদ সদস্য জুয়েল আরেং।
জানা যায়, চলতি বছরে হালুয়াঘাট উপজেলার জুগলী ইউনিয়নের আশ্রয়ণ কেন্দ্রে ৬টি, কৈচাপুর ইউনিয়নে ৪টি, হালুয়াঘাট সদর ইউনিয়নে ৮টি, গাজিরভিটা ইউনিয়নে ১০টি, বিলডোরা ইউনিয়নে ২টি, শাকুয়াই ইউনিয়নে ২টি, নড়াইল ইউনিয়নে ৩টি এবং ধারা ইউনিয়নে ১টি ঘর নির্মিত হয়।
২য় ধাপে হালুয়াঘাটে ৪০জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ৩০টি পরিবারকে ঘর প্রদান করা হয়। বাকি ১০টি ঘরের কাজ চলমান রয়েছে। শীঘ্রই নির্মাণ কাজ শেষ করে উপকারভোগীদের মধ্যে তা বিতরণ সম্পন্ন করা হবে।
২ শতাংশ ভূমিসহ প্রতিটি পাকা ঘরে রয়েছে দুটি কক্ষ, একটি রান্নাঘর, একটি শৌচাগারসহ বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সম্প্রতি অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় উপজেলার পৌর শহরসহ বেশ কয়েকটি ইউনিয়ন প্লাবিত হলেও ক্ষতিগ্রস্থ হয়নি আশ্রয়ণ প্রকল্পের কোন ঘর। উপকারভোগীদের সাথে কথা বলে জানা যায়, তাদের ভূমির কাগজসহ ঘর পেতে কোন টাকা দিতে হয়নি। সকল কিছু বিনামূল্যে পেয়েছেন তারা।
আকনপাড়া আশ্রয়ন প্রকল্পের ঘর বরাদ্দ পাওয়া উপকারভোগী রহিমা খাতুন, জ্যোতি আক্তার বিথী, রেনু, ফাতেমা খাতুন, জান্নাত আরা খাতুন এবং রতন মানিকসহ একাধিক উপকারভোগী জানান, ২ শতক ভূমিসহ প্রতিটি পাকা ঘরে রয়েছে দুটি কক্ষ, একটি রান্নাঘর, একটি শৌচাগার, বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা। টাকা পয়সার লেনদেন ছাড়া সরকার তাদেরকে ঘর প্রদান করায় সরকারের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্ত্রী-সন্তান নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে জীবন-যাপন পার করছেন তারা। সার্বক্ষণিক ময়মনসিংহ জেলা প্রসাশক মোঃ এনামুল হক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম তাদের খোঁজ-খবর নিচ্ছেন। এসময় সরকারের পাশাপাশি প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকটও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, সরকারি পরিপত্র অনুযায়ী মানসন্মত ভাবে আশ্রয়ণ প্রকল্পের ১ম পর্যায়ে ১শ টি ও ২য় পর্যায়ে ৪০টি পাকা ঘর এর মধ্যে ৩০টি ঘর প্রদান করা হয়েছে। বাকি ১০টি ঘরের নির্মাণ কাজ প্রায় সম্পন্ন হয়েছে। শীঘ্রই উপকারভোগীদের মাঝে প্রদান করা হবে।