1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন

কলাপাড়ায় লকডাউনের ১০ম দিনে ১৩ জনকে জরিমানা

  • আপডেট টাইম :: রবিবার, ১১ জুলাই, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালি): কলাপাড়ায় ১০ম দিনে লকডাউন না মানায় ভ্রাম্যমাণ আদালত ১৩ জনকে জরিমানা করেছে।
গতকাল শনিবার সকাল থেকে করে দুপুর পর্যন্ত কলাপাড়া পৌর শহরের সদর রোড, চৌরাস্তা, পাখিমাড়া বাজার এবং মহিপুর বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎ বন্ধু মন্ডল গণমাধ্যমকে জানান, ১০ম দিনে সরকার ঘোষিত লকডাউন না মানায় সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন ২০১৮ এর ২৪/১ ধারা লংঘনে ২৪/২ ধারামতে ১৩ জনকে ৯ হাজার তিনশত টাকা জরিমানা প্রদান করা হয়েছে এবং এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com