আন্তর্জাতিক ডেস্ক : মেঘলা আকাশ। বৃষ্টি হচ্ছে। এমন সময় সেলফি তুলছিলেন পর্যটকরা। হঠাৎ বজ্রপাত। প্রাণ গেলো ১১ জনের। এছাড়া আহত হয়েছেন ১২ জন।
সোমবার (১১ জুলাই) এনডিটিভির খবরে বলা হয়েছে, রোববার সন্ধ্যায় ভারতের রাজস্থানের জয়পুরে এ ঘটনা ঘটে। শুধু এই ১১ জনই নয়, রোববার দেশটির তিন রাজ্যে বজ্রপাতে মোট ৬৮ জন মারা গেছেন। রাজস্থানেই আরও ৯ জন মারা যান। উত্তরপ্রদেশে ৪১ জন ও মধ্যপ্রদেশে ৭ জন বজ্রপাতে মারা গেছেন।
ভারতের গণমাধ্যমে বলা হয়েছে, জয়পুরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র আমের ফোর্টের ওয়াচ টাওয়ারে উঠে সেলফি তুলছিলেন একদল পর্যটক। এমন সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে ১১ জান মারা যান। প্রাণে বাঁচতে অনেকে টাওয়ার থেকে লাফও দেন।
ভারতের আবহাওয়া অধিপ্তর জানিয়েছে, ১৯৬০ সালের পর বজ্রপাতে মৃত্যু প্রায় দ্বিগুণ হয়ে গেছে। জলবায়ু সংকটই এর বড় কারণ বলে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালে অন্ধ্রপ্রদেশে মাত্র ১৩ ঘণ্টার ব্যবধানে ৩ হাজার ৭৪৯ বার বজ্রপাত হয় বলে রেকর্ড রয়েছে। ২০০৪ সাল থেকে দেশটিতে প্রতি বছর প্রায় ২ হাজার মানুষ বজ্রপাতে মারা যাচ্ছেন।