1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন

কলাপাড়ায় সেনাবাহিনী ও পুলিশ দেখে দৌড়ে পালালো গরু হাটের ক্রেতা-বিক্রেতা

  • আপডেট টাইম :: সোমবার, ১২ জুলাই, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালি): কলাপাড়ায় নীলগঞ্জ ইউনিয়নে গরুর হাটে সোমবার সকাল থেকে কেনা-বেচা চলছিল। ছিল না কোন সামাজিক দূরত্ব। ঘড়ির কাটায় ঠিক ১১টায় হাজির হলো ভ্র্যামমাণ আদালত। সাথে ছিল সোনাবাহিনীর সদস্য ও পুলিশের একটি টিম। যা দেখা মাত্রই গরুর ক্রেতা-বিক্রেতারা দৌড়ে পালালো।
সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন ২০১৮ এর ২৪/১ ধারা লংঘনে ২৪/২ ধারামতে ১৩ জনকে মোট নয় হাজার তিনশত টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ অর্থদন্ড করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল।
এছাড়া নীলগঞ্জ ইউনিয়নের পাখিমার বাজার সংলগ্ন গরুরহাটটি বন্ধ করে দেয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, লকডাউনের মধ্যে গত পহেলা জুলাই থেকে কলাপাড়া পৌর শহর, মহিপুর বাজার. কুয়াকাটা পৌর শহর, নোমোর হাট, বানাতি বাজার, পাখিমারা বাজারে প্রায় প্রতিদিনই বসছিল পশুর হাট। প্রশাসনের পক্ষ থেকে সবধরণের জনসমাগম নিষিদ্ধ করা হলেও একশ্রেণির মুনাফালোভী ইজারাদার মানছেন না বিধিনিষেধ। শরীরের সঙ্গে শরীর লাগিয়ে দাঁড়িয়ে ছিলেন ত্রেতা-বিক্রেতা উপস্থিতি। সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধির বালাই নেই এসব গরুর হাটগুলোতে।
সোমবার সকালে পাখীমারা বাজারে কোরবানীর জন্য গরু কিনতে যায় মোনাসেফ ব্যাপারী এ প্রতিবেদককে বলেন, তিনি সোনাবাহিনীর সদস্য ও পুলিশের একটি টিম দেখে গরু না দেখেই ফিরে আসেন।
পাখিমার বাজারে ব্যবসায়ি আমির হোসেন বলেন, সোমার দুপুর ১১টার দিকে ভ্র্যামমাণ আদালতের খবর শুনেই গরু ফেলে রেখে ক্রেতা-বিক্রেতার দিক বেদিক হয়ে ছুটাছুটি শুরু করে। এরপর পন্ড হয়ে গেছে পাখিমারা বাজারের গরুর হাটটি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল সাংবাদিকদের বলেন, গ্রাম্য বাজারে স্বাস্থ্যবিধি অমান্য করায় পৃথক মামলায় অর্থদন্ড দেয়া হয়েছে। এছাড়া পাখিমারা বাজারের অবৈধ পশুর হাটটি বন্ধ করে দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com