হালুয়াঘাট (ময়মনসিংহ) : করোনাভাইরাস সংক্রামণ রোধে সারাদেশে চলছে কঠোর লকডাউন। দোকানপাটসহ লোক সমাগম ঠেকাতে ব্যস্ত প্রশাসন, করা হচ্ছে জরিমানাও।
অপরদিকে সরকারি নীতি উপেক্ষা করে হালুয়াঘাট উপজেলার বেশ কয়েকটি বাজারে চলছে পশুর হাট। স্থানীয়রা জানালেন, স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে পশু বেচাকেনায় অংশ নেয়ায় বাড়তে পারে করোনা সংক্রমণের ঝুঁকি।
সোমবার (৯ জুলাই) বিকেলে সরেজমিনে দেখা যায়, উপজেলার ধারা বাজার পশুর হাটে উপজেলার ক্রেতা-বিক্রেতা ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকেও পশু বেচাকেনা করতে আসেন শত শত মানুষ। কেউ দরদাম করছেন, কেউ পশু কিনে নির্ধারিত যানবাহনে উঠাচ্ছেন। অধিকাংশ লোকের মুখে মাস্ক নেই। কারো কারো মাস্ক থাকলেও হয় পকেটে না হয় থুতনিতে। হাটের পাশেই বসেছে চায়ের দোকান। সেখানে বসে অনেকে চা ও ধূমপান করছেন। সামাজিক দূরত্বের নির্দেশনা তোয়াক্কা না করে ঝুঁকি নিয়ে পশু কেনাবেচা চলছে। হাটে স্বাস্থ্যবিধি না মানা ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
হাটে পশু কিনতে আসা শাহেদ আলী বলেন, সামনে ঈদুল আজহা। তাই তিনি পার্শ্ববর্তী উপজেলা থেকে এসেছেন গরু নিতে। এটা যে কঠোর লকডাউন তা বলা যাবে না। আগের মতেই চলছে। ব্যবসায়ীরা ক্রেতা-বিক্রেতাদের কিছু বলছেন না।
বিক্রেতা হিরা মন্ডল বলেন, গরু নিয়ে এসেছেন। তবে বিধি নিষেধ আছে সঠিক জানা নেই। যদি নিষেধ থাকতো তাহলে কি হাট বসতো। স্বাস্থ্যবিধির কথা বলতেই মুখে মাস্ক পরিধানে ব্যস্ত হয়ে পড়েন।
হাট ইজারাদার মতিউর রহমান জানান, হাটে মানুষের সমাগম দেখে মাস্ক বিতরণ করা হয়। কিন্তু মাস্ক পরিধান না করায় মাইকে বারবার অবহিত করা হচ্ছে। নির্ধারিত সময়ের পরও হাট চলছে, এমন প্রশ্নের উত্তরে পশুর হাটে অনেক লোক। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বলা হলেও কেউ তা মানছে না। উপজেলায় যে কয়টি বাজার আছে তার মধ্যে সবচেয়ে বড় বাজার এটি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম বলেন, স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে কয়েক ধরণের নির্দেশনার কথা বলা হয়েছে। হাট পরিদর্শনের বিষয়ে এ্যাসিল্যান্ড কে পাঠানো হয়েছিল। জনসমাগম দেখে তিনিও হতাশা প্রকাশ করেন। মঙ্গলবার উপজেলার সকল ইজারাদারকে নিয়ে আলোচনা করা হবে।