1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২:৪৮ পূর্বাহ্ন

ন্যু ক্যাম্প থেকে ছিঁড়ে ফেলা হচ্ছে মেসির ছবি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির আর কোন সম্পর্ক নেই। ছিন্ন হয়ে গেছে ২১ বছরের অম্ল-মধুর সম্পর্ক। ন্যাপকিনে লেখা চুক্তিপত্রে শুরু হয়েছিল মেসির বার্সা যাত্রা; সেই ন্যাপকিনে চোখের জল মুছতে মুছতে মেসি দিয়েছেন প্রিয় ক্লাব ছাড়ার ঘোষণা।

মাঝে অনেকগুলো বছর কেটে গেছে, ক্লাবকে নিয়ে গেছে সাফল্যের উচ্চ শিখরে। কিন্তু সবকিছুরতো একটা শেষ আছে; মেসিরও বার্সা জীবন শেষ। মেসি এখন প্যারিসের পথে রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই আসবে পিএসজির সঙ্গে নতুন চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা।

এর মধ্যেই বার্সেলোনার ঘরের মাঠ ন্যু ক্যাম্প থেকে সরিয়ে ফেলা হচ্ছে মেসির যত পোস্টার কিংবা ছবি। স্টেডিয়ামের দেয়ালজুড়ে যত ছবি কিংবা পোস্টার ছিল সব ছিঁড়ে ফেলা হচ্ছে। মেসির সঙ্গে অন্য তারকারাও আছেন; তাদেরগুলো রেখে দেওয়া হচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ছড়িয়ে পড়েছে পোস্টার ছেঁড়ার ছবি। হাহাকার মেসি ভক্তদের মনে-প্রাণে। স্টেডিয়ামের দেয়াল থেকে মুছে দেওয়া হচ্ছে মেসির ছবি; কিন্তু ভক্তদের হৃদয় থেকে সহজে মোছা যাবে?

মঙ্গলবার (১০ আগস্ট) বাংলাদেশ সময় বিকেলে নিজের বাসা ছেড়ে বার্সেলোনার বিমানবন্দরের দিকে যাত্রা করেন মেসি। এরপরেই উড়াল দিয়েছেন প্যারিসের উদ্দেশ্যে । ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই স্পোর্টস বিষয়টি নিশ্চিত করেছে।

মেসি পিএসজির প্রস্তাবে সম্মতি দিয়েছেন। প্রতি মৌসুমে ৩৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে দুই বছর প্যারিসে থাকবেন। চুক্তি বাড়ানো যাবে আরও এক বছর। চুক্তির আনুষ্ঠানিকতা শেষ করতেই মেসির প্যারিস যাত্রা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com