1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০২:৩৮ পূর্বাহ্ন

বিশ্বে করোনায় আজও ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ১০ হাজারের বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৭ লাখের বেশি মানুষের।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৩ লাখ ৩৭ হাজার ৫৮৮ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২০ কোটি ৫৫ লাখ ১২ হাজার ৯১২ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৮ কোটি ৪৪ লাখ ৭৫ হাজার ৪৭৬ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ২২৮ জন। এর আগের দিন করোনায় মারা যান ১০ হাজার ৭৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ৬০৭ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৬ লাখ ৮ হাজার ৫০৬ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৭০ লাখ ৫৫ হাজার ৯১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ৩৫ হাজার ৬৩৬ জন মানুষ মারা গেছেন। সুস্থ হয়েছেন ৩ কোটি ৫ হাজার ৮৮০ জন।

এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ২০ লাখ ৭৬ হাজার ৯৭৪ জনের। মারা গেছেন ৪ লাখ ২৯ হাজার ৭০২ জন। সুস্থ হয়েছেন ৩ কোটি ১২ লাখ ৫২ হাজার ৬০৯ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ হাজার ৩৯৮ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৩ লাখ ৮৬ হাজার ৭৪২ জনের। আর সুস্থ হয়েছেন ১২ লাখ ৪৮ হাজার ৭৫ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com