1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১২:৩৫ পূর্বাহ্ন

রাজধানী কাবুলের দিকে এগিয়ে যাচ্ছে তালেবান

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো সামরিক বাহিনী আফগানিস্তান ত্যাগের ঘোষণা দেয়ার পর থেকে এখন পর্যন্ত ৯টি প্রাদেশিক রাজধানী দখলে নেওয়া ইসলামী সশস্ত্র গোষ্ঠী তালেবান দেশটির রাজধানী কাবুল দখলের জন্য তীব্র গতিতে এগিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

আগামী ৩০ দিনের মধ্যে কাবুলকে বিচ্ছিন্ন এবং ৯০ দিনের মধ্যে দখলে নেয়ার প্রস্তুতি নিয়েছে তালেবান। বুধবার যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তা তাদের গোয়েন্দাদের তথ্যের বরাত দিয়ে রয়টার্সকে এই শঙ্কার কথা জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে মার্কিন ওই কর্মকর্তা বলেছেন, কাবুলের পতন নিয়ে মার্কিন গোয়েন্দারা নতুন মূল্যায়ন করেছেন। যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক বাহিনী আফগানিস্তান থেকে চলে যাওয়ায় দেশজুড়ে তালেবানের দ্রুত অগ্রগতির ফলে কাবুলের ব্যাপারে ওই ভবিষ্যদ্বাণী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে করা হয়েছে।

তিনি বলেছেন, ‌‘এটি কোনও আগাম অনুমান নয়। তবে আফগান নিরাপত্তা বাহিনী আরও প্রতিরোধ গড়ে তুলে গতি পরিবর্তন করতে পারে।’

তালেবান

এর আগে, মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা বলেছেন, ইসলামি এই গোষ্ঠী বর্তমানে আফগানিস্তানের ৬৫ শতাংশ ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়েছে। পাশাপাশি দেশটির ১১টি প্রাদেশিক রাজধানী দখল অথবা দখলের হুমকিতে আছে।

পাহাড়-পর্বত ঘেরা কাবুলের চারপাশের সব প্রবেশপথ দেশজুড়ে সহিংসতায় পালিয়ে আসা বেসামরিক নাগরিকে ভরে গেছে বলে পশ্চিমা একটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে। যে কারণে কাবুলে আফগান যোদ্ধারা প্রবেশ করতে পারবে কি-না সেটি বলাও কঠিন হয়ে পড়েছে।

তিনি বলেছেন, আত্মঘাতী বোমা হামলাকারীরা হামলার ভয় দেখানোর জন্য কূটনৈতিক এলাকায় প্রবেশ করছে। আগাম সুযোগ নিয়ে যাতে প্রত্যেকেই এলাকা ছাড়তে পারে সেটি নিশ্চিত করছে তালেবান।

বুধবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ বাদাখশানের রাজধানী ফাইজাবাদের পতন হয়েছে তালেবানের হাতে; যা আফগান সরকারের জন্য সর্বশেষ ধাক্কা। তালেবানের হামলার গতি প্রতিরোধ করতে হিমশিম খাচ্ছে দেশটির সরকার।

তালেবান একেবারে কাছাকাছি চলে আসায় একই দিন প্রেসিডেন্ট আশরাফ গনি দেশটির উত্তরাঞ্চলের সবচেয়ে বড় শহর মাজার-ই-শরিফ রক্ষার জন্য পুরনো যুদ্ধবাজদের এক সমাবেশে যোগ দিতে সেখানে উড়ে যান।

বাদাখশানের প্রাদেশিক পরিষদের সদস্য জাওয়াদ মুজাদিদি বলেছেন, মঙ্গলবার হামলা চালানোর আগে তালেবানরা ফাইজাবাদ অবরোধ করেছিল।

তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে আফগান জাতীয় নিরাপত্তা বাহিনী (এএনডিএসএফ) কয়েক ঘণ্টার প্রচণ্ড লড়াইয়ের পর পিছু হটেছে। ফাইজাবাদের পতনের সঙ্গে সঙ্গে দেশের পুরো উত্তর-পূর্বাঞ্চল তালেবানের নিয়ন্ত্রণে চলে গেছে।

যুক্তরাষ্ট্র-সমর্থিত আফগান সরকারি বাহিনীকে হারিয়ে দেশের শাসন ক্ষমতা দখল এবং কঠোর ইসলামি আইন জারির লক্ষ্যে লড়াই করছে তালেবান। বুধবার পর্যন্ত দেশটির অন্তত ৯টি প্রদেশের রাজধানী দখল নিয়েছে তালেবান। প্রায় কোনও ধরনের প্রতিরোধ ছাড়াই এসব শহর তালেবানের নিয়ন্ত্রণে চলে গেছে।

প্রত্যন্ত গ্রামীণ জেলাগুলোর নিয়ন্ত্রণ ধরে রাখতে কঠোর লড়াইয়ের মুখোমুখি হওয়ায় এসব এলাকা থেকে সরকারি বাহিনী প্রত্যাহার করে নেওয়া হয়েছে। দেশটির সরকার এখন জনবহুল বড় শহরগুলোর তালেবানের হাতে পতন ঠেকাতে মনোনিবেশ করেছে।

এদিকে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নিজ ভূমি রক্ষার লড়াই চালিয়ে যেতে আফগান নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দেশটি থেকে ২০ বছরের যুদ্ধ শেষে মার্কিন সৈন্য প্রত্যাহার করা নিয়ে তার কোনও অনুশোচনা নেই বলেও মন্তব্য করেছেন তিনি। জো বাইডেন বলেছেন, আফগানিস্তানে দুই দশকের লড়াইয়ে যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন মার্কিন ডলারের বেশি ব্যয় করেছে এবং হাজার হাজার সৈন্যের প্রাণহানি ঘটেছে।

আফগান বাহিনীকে যুক্তরাষ্ট্র বিমান, খাদ্য, সরঞ্জাম সহায়তা এবং বেতন প্রদান করছে বলে জানিয়েছেন মার্কিন এই প্রেসিডেন্ট।

মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট বলছে, বর্তমানে আফগানিস্তানের পরিস্থিতি গত জুনের চেয়েও ভয়াবহ খারাপ অবস্থায় পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা গত জুনে ভবিষ্যদ্বাণী করে বলেছিলেন, মার্কিন সৈন্যরা আফগানিস্তান থেকে চলে যাওয়ার পর আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে কাবুল নিয়ন্ত্রণে নিতে পারে তালেবান।

যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক বাহিনীর সদস্যরা দেশটি ছাড়তে শুরু করায় শাসন ক্ষমতা দখলে মরিয়া হয়ে উঠেছে তালেবান। গত এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী ৩১ আগস্টের মধ্যে মার্কিন সেনারা আফগানিস্তান ছাড়বে বলে ঘোষণা দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com