1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১২:৩৫ পূর্বাহ্ন

কাবুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে তালেবান

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে চলে এসেছে তালেবান যোদ্ধারা। স্থানীয় সময় শনিবার সকালে তারা রাজধানীর এতোটা কাছে এসে অবস্থান নিয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রো এ তথ্য জানিয়েছে।

গত আট দিনে তারা দেশটির ১৮টি প্রাদেশিক রাজধানী দখল করেছে। এর মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কান্দাহার ও হেরাত ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে তারা দখল করেছে।

কাবুলের কাছের প্রদেশ লোগারের আইনপ্রণেতা হোদা আহমাদি জানিয়েছেন, তালেবান পুরো লোগার প্রদেশ দখল করেছে এবং প্রাদেশিক কর্মকর্তাদের আটক করেছে।

তিনি জানান, তালেবান চার আসিয়াব জেলায় চলে এসেছে। এই জেলাটি থেকে কাবুলের দূরত্ব মাত্র ১১ কিলোমিটার।

অবশ্য বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, কাবুল থেকে ৪০ কিলোমিটার দূরত্বে অবস্থান করছে তালেবান। তবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে এসব তথ্যের সত্যতা যাচাই করা যায়নি। এছাড়া তালেবানের পক্ষ থেকেও এ ধরনের কোনো দাবি করা হয়নি।

এদিকে, শনিবার আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি জানিয়েছেন, যুদ্ধ পরিস্থিতি নিয়ে তিনি সরকারের অভ্যন্তরে প্রবীণ, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে আলোচনা করছেন। নাগরিকদের হতাহত বন্ধে তিনি শান্তি আলোচনার পথে হাঁটতে চান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com